• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে জনতা জুটমিলের সিবিএ প্রার্থীর বাড়িতে  অগ্নিসংযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৪ পিএম
পলাশে জনতা জুটমিলের সিবিএ প্রার্থীর বাড়িতে  অগ্নিসংযোগ 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে জনতা জুটমিলের সিবিএ নির্বাচনে সভাপতি প্রার্থী মো: ইমান হোসেনের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (৭ জুন) রাতে সাড়ে ৯টায় উপজেলার বাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সিবিএ প্রার্থী ইমান হোসেন জানান, ৯ জুন সিবিএ নির্বাচনে ভোটগ্রহণ, আজ রাত ১২টায় ছিল এ নির্বাচনে প্রচারণার শেষ সময়। সন্ধায় নির্বাচনী প্রচারণায় সময় খবর পাই আমার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে। পরে বাড়িতে পৌঁছে মাকে নিয়ে নরসিংদী হাসপাতালে যাই। এদিকে রাত সাড়ে ৯টায় আমাকে হত্যার উদ্দেশ্য বাড়িতে যায় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে আমাকে না পেয়ে আমার মোটরসাইকেল অগ্নিসংযোগ করে তারা। পরে আশে পাশের মানুষ ছুটে আসলে পালিয়ে যায় তারা।

ইমান আলী হোসেন আরও জানান, নির্বাচন থেকে সরে যেতে বিভিন্নভাবে আমাকে ও আমার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে প্রতিপক্ষ প্রার্থী নিয়াজের লোকজন৷ এমনকি অপরিচিত মোবাইল নাম্বারে ফোন করে এই নির্বাচন থেকে সরে যেতে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এ নির্বাচন থেকে সরে না গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আমি ধারণা করছি তারাই হয়তো আজকের এই ঘটনার সাথে জড়িত। এ ঘটনার পর রাতেই পলাশ থানা পুলিশকে জানানো হয়েছে। 

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ